শেষ হল লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। বাকি আরও তিন। কিন্তু তাঁর মধ্যেই বিজেপি নেতৃত্বের একের পর এক বিতর্কিত মন্তব্যে কোণঠাসা হয়েছে গেরুয়া শিবির। লাগাম ছাড়া কথার জেরে নির্বাচন কমিশনের কোপে পড়েছে নেতা-নেত্রী। এইবার সেই তালিকায় নাম লেখালেন বিজেপি প্রার্থী গিরিরাজ সিং। বিতর্কিত মন্তব্যের জন্য এবার তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করল নির্বাচন কমিশন৷
প্রসঙ্গত, গত ২৪ মার্চ বেগুসরাইয়ে একটি জনসভায় গিরিরাজ সিং যখন মুসলমানদের লক্ষ্য করে তিন হাত জমির জন্য বন্দেমাতরম গাওয়ার নির্দেশ দেন৷ মঞ্চে তখন বসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ প্রচারে গিরিরাজ বলেন, আমার বিরুদ্ধে আরজেডি মহাজোটের প্রার্থী প্রচারে বন্দেমাতরম বলতে পারব না বলছেন৷ তাঁকে ও তাঁর অনুগামীদের মনে করিয়ে দিচ্ছি, তোমাদের তিন হাত জমি দরকার তো বন্দেমাতরম বলতেই হবে৷ বিতর্ক এর পরেই শুরু হয়৷ অভিযোগ, গিরিরাজ সিং তাঁর ভাষণ থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে কটাক্ষ করেছেন৷
বিতর্কিত মন্তব্যের জন্য বেগুসরাইয়ের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় কমিশনে৷ তার ভিত্তিতেই সোমবার গিরিরাজে সিংয়ের বিরুদ্ধে নোটিশ জারি করে কমিশন৷ এইভাবে একের পর এক বিতর্কে জেরবার গেরুয়া শিবির।