বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসার পর থেকেই যে তারা বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে এমন অভিযোগ প্রথম থেকেই করে আসছে তৃণমূল। আজ ভোটের দিনও যে কেন্দ্রীয় বাহিনী সেই একই কাজ করছে এমন অভিযোগ আনল তৃণমূল।
কমিশনকে চিঠি দিয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ চতুর্থ দফার ভোটে যে বিজেপির নির্দেশে আতঙ্ক সৃষ্টি করছে কেন্দ্রীয় বাহিনী। এই বিষয়ে একাধিক অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।
তৃণমূলের এই চিঠিটিতে লেখা, বিজেপি নেতাদের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী কাজ করছে । এই বিষয়ে একাধিক অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । চতুর্থ দফাতেও কেন্দ্রীয় বাহিনী ভোটারদের উপর একটা আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করেছে । এবং ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করেছে । এই বুথগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, আসানসোলের কাশীডাঙার ১৯৯ নম্বর বুথ, শান্তিনিকেতনের ১৪১ নম্বর বুথ ।