সপ্তদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোট আজ। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে বিজেপির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ। এই আবহেই বিজেপির বিরুদ্ধে উঠে এল আরও এক মারাত্মক অভিযোগ।
গতকাল যাদবপুর লোকসভা কেন্দ্রের আওতায় বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বামনগাজিতে বিশ্বেরচকে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে আগুন লেগে যায়। অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই আগুন লাগিয়ে দিয়েছে। আগুন নেভানোর চেষ্টা করেন দলের কর্মীরা। অফিসের টিভিও খোয়া গিয়েছে বলে অভিযোগ।
তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিজন মণ্ডল বলেন,”গতকাল নির্বাচনী প্রচারে এসেছিলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। উনি মিছিল করার পর আগুন লাগে অফিসে। তাঁর অভিযোগ, বিজেপির কর্মীরাই আগুন লাগিয়েছে”।
আগুন লাগার খবর পেয়েই ঘটনা স্থলে চলে আসেন দলের কর্মীরা। পার্টি অফিসের টিভিও খোয়াও যায় বলে সূত্রের খবর। বিজেপি সমস্ত দায় অস্বীকার করলেও কমিশনে যাবে তৃণমূল এমনটাই জানানো হয়েছে দলের পক্ষ থেকে।