কদিন আগেই বাবা মুকেশ আম্বানিকে দেখা গিয়েছিল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করতে। এবার মোদীর রোড–শোতে দেখা গিল মুকেশ-পুত্র অনন্ত আম্বানিকে। মোদীর রোড–শোতে এসে অনন্ত আম্বানি জানালেন, ‘আমি এখানে প্রধানমন্ত্রীর কথা শুনতে এবং দেশকে সমর্থন দেওয়ার জন্য এসেছি।’
সভায় অনন্তের এই উপস্থিতি রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, মুকেশ আম্বানি কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরার হয়ে প্রচারে নামার পর থেকেই রাজনৈতিক মহলে নয়া জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনায় ইতি টানতেই কী তবে মোদীর সভায় দেখা গেল আম্বানিপুত্রকে? শুধু তাই নয়, মোদীর বক্তৃতা শেষে উপস্থিত বিজেপি নেতা–কর্মীদের সঙ্গে ‘চৌকিদার’ স্লোগানে গলাও মেলান।
সপ্তাহখানেক আগেই রাজনৈতিক মহলকে রীতিমতো স্তম্ভিত করে দিয়ে মুম্বইয়ের কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরার সমর্থনে মুখ খুলেছিলেন মুকেশ আম্বানি। তিনি বলেছিলেন, ‘মিলিন্দ দক্ষিণ মুম্বাইয়ের লোক। এখানকার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতির সঙ্গে তাঁর ওতপ্রোত যোগ রয়েছে। মিলিন্দের গভীর জ্ঞান রয়েছে ইকো-সিস্টেম প্রসঙ্গে।’ রিলায়েন্স কর্ণধারের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে যায়। অনেকেই ভাবতে শুরু করেন দেশের রাজনীতি বদলাচ্ছে, বিজেপির পাশ থেকে সরে যাচ্ছে আম্বানি পরিবার। তবে, মোদির সভায় অনন্তের উপস্থিতি সেসব জল্পনাকে অন্য দিকে মোড় ঘোরাতে বাধ্য করল।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দিনরাত অনিল আম্বানিকে আক্রমণ করছেন। মুকেশ আম্বানিকেও একাধিকবার আক্রমণের মুখে পড়তে হয়েছে কংগ্রেসের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই রকম পরিস্থিতিতে কংগ্রেস প্রার্থীর সমর্থনে ভিডিও পোস্ট করে মুকশ আম্বানি সন্ধির বার্তা পাঠিয়েছিলেন রাহুল গান্ধীর দলকে। একইসঙ্গে ছেলেকে মোদীর রোড-শোতে পাঠিয়ে রাজনৈতিক সমতা বজায় রাখলেন রিলায়েন্স কর্ণধার। পাশাপাশি বুঝিয়ে দিলেন আম্বানি পারিবার বিজেপির পাশেও আছে। অর্থাৎ আগামী দিনে দিল্লীর কুর্সিতে যার সরকারই বসুক, তার সঙ্গে যাবার সেই পথ মুকেশ আম্বানি খুলে রাখলেন।