বোলপুর লোকসভা কেন্দ্র শুধু রাজনৈতিক ভাবে নয় ভৌগলিক ভাবেও গোটা দেশের কাছে পরিচিত ও চর্চিত একটি কেন্দ্র। গত বিধানসভায় ৭ টির মধ্যে তৃণমূলের দখলে ছিল ৬টি। শুধু মাত্র নানুর ছিল সিপিএমের দখলে। কিন্তু এবার বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন পাঁচবারের বিধায়ক অসিত মাল। অন্যান্য প্রার্থীদের চেয়ে একশো গুন বেশি পরিশ্রম করছে।
দেওয়াল লিখন থেকে মিটিং-মিছিল করে প্রচারে এগিয়ে রয়েছে তৃণমূল। ভোট ঘোষণার পর থেকে তৃণমূলের শীর্ষ নেতারা একের পর এক প্রচার সভা করছেন। কোথাও দেব, কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার কোথাও ফিরহাদ হাকিম। শান্তিনিকেতনের সব দলের প্রচারেই রয়েছে কাব্যিক বা সাহিত্যিক ছোঁয়া।
সব দিক থেকে দেখলে, এবারের লোকসভা ভোটে বোলপুরে এগিয়ে আছে তৃণমূল। একদা বোলপুরের এই কেন্দ্র থেকে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যাক্তিত্ব লড়াই করেছেন। আর এবার এই লোকসভায় শক্ত ঘাঁটি গড়েছে তৃণমূল।