২৪ বছর পর আবার প্রকাশ্য জনসভায় একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী আবার একই মঞ্চে। হ্যাঁ, কথা হচ্ছে মুলায়ম সিং যাদব ও মায়াবতীর। খুব আন্তরিকতার সঙ্গে মায়াবতীকে নিজের জনসভায় স্বাগত জানালেন মুলায়ম সিং যাদব।
শুক্রবার মইনপুরের মঞ্চে আবার দেখা গেল মুলায়ম-মায়াবতী জুটিকে পুরোনো ছন্দে। অতীতের তিক্ততা ভুলে মুলায়মের গলায় আবেগের ভাষণ৷ মায়া জানালেন, মুলায়ম যাদব পিছিয়ে পড়া জাতির আসল নেতা৷ মোদীর মত ভুয়ো নন৷
আজকের মঞ্চে বক্তৃতা দিতে উঠে প্রথমেই মুলায়মের গলায় মায়াবতীর প্রশংসা। তিনি বলেন, ‘মায়াবতীজীকে অনেক ধন্যবাদ এই সভায় যোগ দেওয়ার জন্য৷ সময়ের দাবি মেনে উনি সপার হাত ধরেছেন৷ ওনার কাছে আমি কৃতজ্ঞ।’ আজ তিনি যেন আবেগ-স্মৃতিতে জর্জরিত। এই নির্বাচন যে তাঁর জীবনে শেষবারের মত লড়ার মঞ্চ সেটাও জানিয়ে দিয়ে গেলেন আজ। তাঁর কথায়, ‘শেষবার আমি ভোটে লড়ছি৷ আমার প্রার্থনা থাকবে বেশি ভোটের ব্যবধানে আমাকে জেতান আপনারা৷’
পরের বক্তা হিসেবে মঞ্চে ভাষণ রাখেন মায়াবতী। সব দ্বন্ধ ভুলে গিয়ে এইদিন তিনি মুলায়মজীর আবেগেই গা ভাসান। পাশাপাশি কংগ্রেস ও বিজেপির তীব্র নিন্দা করেন। তাঁদের ভোট না দেওয়ারও কথা বলেন। তিনি বলেন, ‘কেন্দ্রে যে সরকার চলছে সেটা সাধারণ মানুষের স্বার্থ বিরোধী৷ দেশ আজ গভীর সঙ্কটের মুখোমুখি৷ তাই আগামী লোকসভা ভোটে বিজেপিকে একটাও ভোট দেবেন না৷ বোট দিন পিছিয়ে পড়া জনজাতির কাজে যিনি সমগ্র জীবন দিয়ে কাজ করলেই সেই মুলায়ম সিং যাদবকে৷ মোদী ভুয়ো পুছড়ে বর্গের নেতা৷ আম আদমির আসল নেতা মুলায়ম সিং যাদব৷’ তিনি আরও জানান যে মানুষ ও দেশের স্বার্থে কখনও কখনও কঠীন সিদ্ধান্ত নিতে হয়৷ এই সিদ্ধান্তের ভিত্তিতেই আগামীর পথ চলতে হয়৷ তাই সপা-বসপা জোট গড়তে হয়েছে৷
১৯৯৫ এর পর এদৃশ্য দেখা যায়নি৷ উলটে দেখা গিয়েছে উলটো ছবি৷ কিন্তু রাজনীতিতে সবই সম্ভব৷ তারই বাস্তব রূপ আজ মইনপুরীতে আরও একবার দেখা গেল৷ তাই হাতি ও সাইকেল আজ একসঙ্গে পথ চলছে।