বিজেপি বুঝে গেছে তাদের পরাজয় নিশ্চিত তাই আবার বালাকোটের মত হামলা চালাতে পারে তাঁরা এমনই মনে করছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাঁর কথায়, ‘প্রথম দফার ভোটের পরই বিজেপি বুঝতে পারছে তাদের পরাজয় নিশ্চিত। তাই তারা মানুষের ওপর ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা চালাচ্ছে। আর তা করতেই বালাকোটের মতো আরেকটা হামলা চালাতে পারে বিজেপি। যাতে মানুষকে অন্য দফাগুলিতে তাঁদের ভোট দেয়।’
সোমবার অনন্তনাগের খিরাম গ্রামের একটি দরগায় প্রার্থনা করতে যান কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফেরার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর পাথর ছোড়া হয়। এই হামলা কারা করেছে এখনও জানা না গেলেও এখানে সন্ত্রাসবাদের আশঙ্কা করছেন অনেকেই।
বিজেপি সরকার কাশ্মীরে যে ভালো অবস্থায় নেই তা বিরোধীদের একের পর এক মন্তব্য থেকেই উঠে আসছে। ওমর আব্দুল্লার পর মেহবুবা মুফতি। একের পর এক বিস্ফোরণে ক্ষত বিক্ষত বিজেপি সরকার।