কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি প্রার্থনা সেরে ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাছে আক্রান্ত হলেন। খিররমে একটি সমাধি সৌধে প্রার্থনা করতে গিয়েছিলেন মুফতি। সেখান থেকে বিজবেহরায় ফেরার পথে তাঁর কনভয় লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিজেপির দুষ্কৃতীরা। মুফতি নিজে আক্রান্ত না হলেও তাঁর সঙ্গে থাকা একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। পাথরের আঘাতে আহত হয়েছেন মুফতির গাড়ির চালক। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী কাশ্মীর নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল, মুফতি ও আব্দুল্লাহরা শেষ করেছে কাশ্মীর প্রদেশকে। তারপরের দিনই বিজেপির একসময়ের বন্ধু দলের নেত্রীর উপর এহেন আক্রমণ কাশ্মীরে ফের চরম অস্থিরতার সৃষ্টি করেছে।
অনন্তনাগ লোকসভা কেন্দ্র থেকেই এবছর লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এর আগে এমন ঘটনা ঘটেনি। সেনাবাহিনীকে লক্ষ্য করে কাশ্মীরিরা পাথর ছুঁড়লেও সেখানকার কোনও নেতা বা নেত্রীর উপর এধরনের হামলা হয়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক দলের হাত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।