গতকাল ধূলিয়ানে সভা করলেন মেয়র ফিরহাদ হাকিম। সভামঞ্চ থেকে তীব্র ভাষায় মোদীর ব্যর্থতা নিয়ে কটাক্ষ করলেন তিনি। তিনি জানালেন, দেশের সংবিধান এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রধানমন্ত্রী হওয়ার দরকার।
ফিরহাদ বলেন, “ শুধু ভোট এলেই রামকে মনে পড়ে বিজেপির। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে তাহলে সংখ্যালঘুরা নিজের ইচ্ছামত খেতেও পারবেন না। সারা বছর ওরা রাবণ হয়ে থাকে। আর ভোট এলেই মুখে রাম নাম শুরু করে। সারা বছর রামের নাম মুখেও আনে না মোদি–অমিত শাহরা। ভোট এলেই রামের নাম। রামকে ধরে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা। সারা বছর বিজেপি–র নেতা মন্ত্রীদের একটাই কাজ, মানুষের মধ্যে বিভেদ তৈরি করা। এনআরসির নামে অসমে লাখ লাখ বাঙালিকে বিপদের মুখে ফেলে দিয়েছে”।
তিনি আরও জানান, “হিন্দু, মুসলিম সকলে আছে। এই মুর্শিদাবাদ থেকে হাজারে হাজারে মানুষ অসমে গিয়ে ব্যবসা করেন। অনেকে হকারি করেন। তারা আজ বিপন্ন। আমাদের মুখ্যমন্ত্রী মমতাদি ওই মানুষদের পাশে আছেন, থাকবেন। অমিত শাহ এসে বললেন, ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি চালু করবেন। ক্ষমতায় এল না, আগেই ফতোয়া জারির কথা বলে দিচ্ছে। আমরা সাফ জানিয়ে দিচ্ছি, এনআরসি তো দূরের কথা, একজন মানুষকেও বাংলা থেকে কেউ সরাতে পারবে না। বাংলার মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছেন”।
কাল তিনি ৪টি সভা করেন। প্রথম সভা দক্ষিণ মালদার দলীয় প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে মুর্শিদাবাদের ধুলিয়ান শহরে। আজিমগঞ্জ আর রানিনগরে দুটি সভা করেন মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী আবু তাহেরের সমর্থনে। আর বহরমপুরের প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে করেন সভা করেন রেজিনগরে।