বিজেপির জাতীয়তাবাদী মানসিকতা নিয়ে কটাক্ষ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশের ফতেয়াপুরের এদিন দলীয় প্রার্থীর হয়ে লোকসভা নির্বাচনের প্রচারে এসে এমনই কথা বলেন প্রিয়াঙ্কা। এই প্রচারে তাঁর সঙ্গী ছিলেন রাহুল গান্ধী। তিনি বিজেপিদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, ‘আপনারা যদি এতই জাতীয়তাবাদী মনস্ক হন, তাহলে ভারতের কথা বলুন। সেই কৃষকদের কথা বলুন যাঁরা আপনাদের দরজায় এসে প্রতিবাদ জানিয়ে গেল। যদি জাতীয়তাবাদী মনস্ক হন তাহলে হিংসা উদ্রেককারী ভাষণ বন্ধ করে দেখান। ভারতীয় সেনাবাহিনীকে অপমান করা বন্ধ করুন এবং তাদের সম্মান দিন। সংবিধানকে সম্মান জানান।’
প্রিয়াঙ্কা গান্ধীর এই বক্তব্যের জের টেনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও কটাক্ষ করেন বিজেপিকে। মোদীর প্রচারে ব্যয় হওয়া অর্থের জোগান সম্পর্কে প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, ‘আমরা মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে কৃষকদের জন্য কাজ করা শুরু করেছি। তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরই বলেছি খাদ্য প্রক্রিয়াকরণ পরিষেবা শুরু করতে। উত্তরপ্রদেশেও এই প্রক্রিয়া শুরু করা আমার স্বপ্ন।’