ভারতীয় সেনার উদ্দেশ্যে একটি গান রেকর্ড করার পর ফলাও করে নিজের টুইটার অ্যাকাউন্টে সেই গানটি প্রকাশও করেছিলেন তেলেঙ্গানার একমাত্র বিজেপি বিধায়ক টাইগার রাজা সিং। কিন্তু তারপরেই বাঁধল বিপত্তি। জানা গেল, সেটা নাকি পাকিস্তানের একটি দেশাত্মবোধক গানের ‘টুকলি’!
প্রসঙ্গত, প্রতি বছরই সেনার উদ্দেশ্যে একটি করে গান রেকর্ড করেন রাজা। রামনবমী উপলক্ষে সেই গান সেনা জওয়ানদের উৎসর্গও করেন তিনি। প্রতি বছরের মতো এ’বছরও সেনার উদ্দেশ্যে একটি গান রেকর্ড করেছেন রাজা। তবে তাঁর টুইটার অ্যাকাউন্টে সেই গানটি শোনার পরই পাক সেনার দাবি, ওই গানটি তাদের একটি দেশাত্মবোধক গান থেকে হুবহু নকল করে তৈরি হয়েছে।
টাইগার রাজা সিং যে গানটি রেকর্ড করেছেন, তার সঙ্গে পাকিস্তান সেনার উদ্দেশ্যে গাওয়া একটি গানের সঙ্গে মিলও রয়েছে। সুর অবিকল একই। গানের কথাও কমবেশি এক। কিছুটা ওলট-পালট করা হয়েছে শুধু। আসলে, গানটি পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস পাক সেনাকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে প্রথম রেকর্ড করেছিল। সেটাই কার্যত অবিকল ভারতীয় সেনার উদ্দেশ্যে নতুন করে রেকর্ড করেছেন রাজা। এমনটাই দাবি, পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের।
পাক সেনা মুখপাত্র নিজের টুইটার হ্যান্ডেলে গানটি পোস্টও করেন। এবং কটাক্ষের সুরে তিনি লেখেন, ‘আমি খুব খুশি যে আমাদের গানটি নকল করা হয়েছে। গানটি নকল করলেও এটার বয়ান সব সত্যি। পাকিস্তান জিন্দাবাদ।’ এতে স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে দেশের। তবে এর জন্য যিনি দায়ী, সেই রাজা অবশ্য বিষয়টি এড়িয়েই গেছেন।
পাক সেনার এই দাবি নিয়ে বিজেপি বিধায়ক বলেন, ‘পাকিস্তানের মতো দেশে গায়ক আছে, গান তৈরি হয়, এটা শুনে তবু ভাল লাগল।’ কিন্তু তাতেও নিভছে না বিতর্কের আগুন। এভাবে দেশের মুখ পোড়ানর জন্য বিজেপি বিধায়ককেই কাঠগড়ায় তুলছেন দেশের বিরোধীরা। তাঁদের দাবি, পাকিস্তানের গান নকল করে দেশের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন রাজা সিং। ভোট চলাকালীন দলীয় বিধায়কের এমন কেলেঙ্কারিতে যে বেকায়দায় পড়েছে গেরুয়া শিবির, তা বলাই বাহুল্য।