মাঝে একদিনের বিশ্রাম। সোমবার পয়লা বৈশাখের দিন থেকেই ফের ভোটের প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভর দুপুরে সূর্যের গনগনে তাপে মুর্শিদাবাদের সভা থেকে তীব্র আক্রমণাত্মক মমতা। কংগ্রেসকে সরাসরি নিশানা করে টানলেন প্রণব মুখোপাধ্যায়ের নাগপুর প্রসঙ্গ। বললেন, ‘প্রণব মুখোপাধ্যায় নাগপুরে আরএসএসের সদর দফতরে গিয়েছিলেন। আর তাই আরএসএস জঙ্গীপুরে মদত দিচ্ছে প্রণববাবুর ছেলে জঙ্গীপুরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়কে’।
এ দিনের সভাতেও মমতা আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে। সংখ্যালঘু ভোটারদের সামনে বিজেপির মেরুকরণের রাজনীতির প্রসঙ্গ তুলে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ দিন শুধু বিজেপি নয়, তার সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রসঙ্গও তুলে আনেন মমতা। গত বুধবার চোপড়ার সভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছিলেন, ‘বহরমপুরে কংগ্রেসের নেতা আরএসএসের মদতে লড়ছে। জঙ্গীপুরে প্রণব মুখার্জির ছেলেও লড়ছে আরএসএসের মদতে।‘ আর এদিন সরাসরি প্রণব মুখোপাধ্যায়কে আক্রমণ করে মমতা বলেন, ‘বাংলায় দুটো জায়গায় আরএসএস-বিজেপি কংগ্রেসের হয়ে কাজ করছে’। কোথায় কোথায়? ‘জঙ্গীপুরে। প্রণব মুখোপাধ্যায় গিয়েছিল আরএসএসের অফিসে। আর বহরমপুরে অধীর চৌধুরীর হয়ে কাজ করছে আরএসএস। এটা জেনে রাখুন। এটা সত্যি কথা। এটা সত্যি কথা। এটা সত্যি কথা।‘
এদিন অধীরের খাসতালুকে দাঁড়িয়ে অধীরের বিরুদ্ধেও সুর চড়ান মমতা। বলেন, ‘তোমার বিরুদ্ধে কত কেস আছে? খুলব? আমরা ভদ্র বলে কিছু বলিনা। তুমি যে জঘন্য রাজনীতি করেছ, বহরমপুরের মানুষ কথা বলতে পারে না। কিন্তু তাঁরা একদিন কথা বলবেই’। এ দিন অধীরের বিরুদ্ধে পিছন থেকে আর এসএস-এর সমর্থন দেওয়ার অভিযোগ তোলেন তৃণমূলনেত্রী। মমতার কথায়, ‘এক দিকে বাম অন্য দিকে রাম। মাঝে জুটেছে শ্যাম। দুই দিকে দুই কলা গাছ, মধ্যেখানে অধীররাজ’।
