বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে আক্রমণ শানে তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতারার হয়ে নির্বাচনী জনসভা করেন অভিষেক। বাঁকুড়ার জয়পুরের গোকুলনগর ফুটবল মাঠের জনসভায় অভিষেক সৌমিত্র খাঁকে আক্রমণ করে বলেন, “বিজেপি এমন একজনকে প্রার্থী করেছে যাঁকে তৃণমূল ডাস্টবিনে ফেলে দিয়েছে। সেই নোংরা, উচ্ছিষ্টকে তারা প্রার্থী করেছে।’’ প্রসঙ্গত, কিছুদিন আগেই সৌমিত্র খাঁকে বহিস্কার করেছে তৃণমূল।
এদিন সভায় অভিষেক সিপিএম, বিজেপি, কংগ্রেসের জামানাত বাজেয়াপ্ত করার আবেদন করেছেন। তিনি আরও বলেন, ‘শ্যামল সাঁতরাকে ভোট দেওয়া মানেই সেই ভোট আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন’।
একই অভিষেক বাঁকুড়ার হীরবাঁধে দলের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের হয়ে সভা করেন। এই সভা থেকে তিনি বিজেপিকে আক্রমণ করেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এসেছে যে বিজেপি অন্য রাজ্যের ভোটগুলিতে যত হেরেছে তত কেরোসিন, রান্নার গ্যাস, পেট্রল, ডিজেলের দাম কমেছে। তাই নিজেদের সুবিধার জন্যই বিজেপিকে ভোট না দিতে আহ্বান জানিয়েছেন জনগণকে।
পাশাপাশি জঙ্গলমহলে শান্তি ফিরে আসার জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। আগামী ২৯ এপ্রিল তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান বিষ্ণুপুরের জনগণকে।