লোকসভার প্রথম দফার ভোট দোরগোড়ায়। তার মধ্যেই আবার উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। অনুব্রত মন্ডলের সভা থেকে ফেরার পথে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুর্বাজপুরের চিনপি গ্রামে।
দুবরাজপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ও দুবরাজপুর ব্লকের যুব তৃণমূল সভাপতি কাশেমুল হকের গাড়িতে বোমাবাজি হয়। রবিবারে অনুব্রতের সভায় যোগ দিতে গিয়েছিলেন এই নেতা। রাতে নিজের বাড়ি ফেরার পথেই এই আক্রমন হয়।
অভিযোগ করা হয় যে প্রথমে বোমা ছোঁড়া হয় গাড়ির কাঁচ লক্ষ্য করে। পরের বোমাটি চালকের পিছনের দিকে ছোঁড়া হয়। তবে চালক খুব বুদ্ধির সাথেই ওখান থেকে খুব দ্রুত বেরিয়ে যান। তৃণমূল নেতা কাশেমুল এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। কে বা কারা এরসঙ্গে যুক্ত সেটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে তৃণমূলের তরফে সন্দেহের তির বিজেপির দিকে।
উল্লেখ্য বীরভূমে লোকসভা ভোট হবে ২৯ এপ্রিল।