টটেনহ্যামের নতুন স্টেডিয়ামে আবার উৎসবের ছায়া। নিজেদের স্টেডিয়ামে টটেনহ্যাম প্রথম ম্যাচেই তুলে নিল তিন পয়েন্ট। ক্রিস্ট্যাল প্যালেসকে ২-০ হারানোর ম্যাচে গোল করেন সন হিউং-মিন ও ক্রিশ্চিয়ান এরিকসেন।
ম্যাঞ্চেস্টার সিটি ঘরের মাঠে কার্ডিফ সিটিকে ২-০ হারিয়ে এক নম্বরে। কেভিন দে ব্রুইনি, লেরয় সানে গোল করেছেন সিটির হয়ে। অন্যদিকে দু’দিনের জন্য শীর্ষে থাকার পর ফের লিভারপুল চলে এল দু’নম্বরে৷
প্রিমিয়ার লিগে টানা আট ম্যাচে জিতল পেপ গুয়ার্দিওলার টিম। এতিহাদ স্টেডিয়ামে ছ’মিনিটের মধ্যে গোল করেন বেলজিয়ামের কেভিন দে ব্রুইনি। ২২ ডিসেম্বরের পর এই প্রথম গোল তাঁর। আইমেরিক লাপোর্তের পাস ধরে দুরূহ কোণ থেকে স্কোর করেন। ম্যাচের শুরুতেই গোল করার পর সিটির দাপট আরও বাড়ে। বিরতির আগেই দ্বিতীয় গোল করেন লেরয় সানে। জার্মান তারকা বলটি পেয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুসের থেকে।
সিটির গোল আরও বাড়তে দেননি কার্ডিফ কিপার এথেরিজ। ফিল ফডেনের দুটি শট দারুণ বাঁচান তিনি। জেসুসের একটি ফ্লিক বারের উপর দিয়ে চলে যায়। সিটি কোচ গুয়ার্দিওলার মুখেও ফডেনের কথা। বলেছেন, ‘ফিল ফডেন দারুণ খেলেছে। ঠিক সময়ে ঠিক জায়গায় হাজির থাকছিল। দাবিদ সিলবা, বের্নার্দো সিলবা, গুন্দোগানদের সঙ্গে ও লড়াই করে যাচ্ছে টিমে ঢুকতে।’ জুড়ে দেন, ‘ফিল আসলে পরের দশকের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ।’
শুধু সিটি নয়, এ দিনের বাকি দুই জয়ী টিমও একধাপ করে উঠেছে লিগ তালিকায়। টটেনহ্যাম ৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠল আর্সেনালকে টপকে। চেলসি ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে। আর্সেনালেরও সমান পয়েন্ট, কিন্তু এক ম্যাচ কম খেলায় তারা চার নম্বরে। চেলসি পাঁচে ওঠায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নামল ছ’নম্বরে৷