দিনকয়েক আগেই বিরোধীরা এই অভিযোগ তুলেছিল যে গতবারের লোকসভা নির্বাচনে ইভিএম কারচুপি করেই ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার। আর এবার ভোটের মুখে সেই ইভিএম নিয়েই বিতর্কে বিজেপির শরিক দল শিবসেনা। দলের মুখপত্র সামনায় শিবসেনা সাংসদ তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, ইভিএম কারচুপি করে হলেও বিজেপি বিরোধী প্রার্থীকে হারাতে হবে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই রাউতকে নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গের নোটিশ পাঠিয়েছে মুম্বইয়ের জেলা নির্বাচন কমিশনার।
শুধু তাই নয়, রাউত এ-ও বলেছেন যে, বিপক্ষ দলের প্রার্থী এক বোতল বিষের মতো। ফলে তাঁকে যে কোনও ভাবেই হোক হারাতে হবে। এরপরই শিবসেনার রাজ্যসভার সাংসদকে নোটিশ পাঠানো হয়েছে। বুধবারের মধ্যে তার জবাব দিতে হবে। নোটিশ নিয়ে কথা বলতে গিয়ে রাউত বলেছেন, আমি নোটিশ পেয়েছি। কোন প্রেক্ষিতে আমি এমন লিখেছি তা নিয়ে জানতে চয়েছে কমিশন। আমি আমার জবাব দিয়ে দেব। রাজনৈতিক মহলের মতে, শরিক বিজেপিকে সুবিধা করে দিতেই যে বিজেপি বিরোধীদের হারানোর জন্য উঠেপড়ে লেগেছে উদ্ধব ঠাকরের দল।