নির্বাচন কমিশনকে নজিরবিহীন আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। নির্বাচন কমিশনের দফতরে দাঁড়িয়েই, কমিশন ‘ম্যানেজ’ হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেন তিনি।
সোমবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে কমিশনের দপ্তরে এসেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। বৈঠক সেরে দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুকুল বলেন, ‘নির্বাচন কমিশন মূক-বধিরের মতো আচরণ করছে। মানুষ বলছে, এই কমিশন আধিকারিক নাকি ম্যানেজ হয়ে গিয়েছে। তাঁর কাছে আসা না-আসা সমান।’ লোকসভা ভোটের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের কর্তাকে এমন কুৎসিত আক্রমণ করায় মুকুলের বিরুদ্ধে নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নিতে পারে বলে শোনা যাচ্ছে।
এর আগে বিজেপি নির্বাচন কমিশনের বাংলার সব বুথকে অতিস্পর্শকাতর করার দাবি জানিয়েছিল। কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখে কমিশন তা মনে করেনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেই আক্রোশ থেকে নির্বাচন কমিশনকে এমন বেনজির আক্রমণ চালিয়েছেন মুকুল রায়।
