আগামী দুমাসের মধ্যে বিজেপির পতাকা দেখতে পাওয়া যাবে না ডায়মন্ড হারবার এলাকায়। বিজেপির বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএম এবং বিজেপিকে একযোগে আক্রমণ করে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বলেন, ‘একদল ছিল নাস্তিক,আর এক দল ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করছে।’

সোমবার দক্ষিণ ২৪ পরগনায় নির্বাচনী সভা করে তৃণমূল। সেখানে বক্তব্য পেশ করতে গিয়ে বাম এবং বিজেপিকে একযোগে আক্রমণ শানান অভিষেক। তিনি বলেন, ‘বিধানসভা ভোটে হিন্দি বলয়ের তিন রাজ্যে ভরাডুবির পরে কোণঠাসা হয়ে গিয়েছে বিজেপি। আর পদ্ম শিবির যত হেরেছে ততই কমেছে গ্যাস থেকে পেট্রল, ডিজেলের দাম’। যোগী আদিত্যনাথকে একহাত নিয়ে অভিষেক বলেন, ‘আমলে উত্তর প্রদেশে সংখ্যালঘুরা আক্রান্ত এবং লাঞ্ছিত। ক্ষমতা থাকলে মেটিয়াবুরুজ থেকে প্রার্থী হন।’ অভিষেকের কথায়, ‘ধর্মীয় বিভাজন করে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি। তবে এ রাজ্যে পদ্ম শিবির কোনওভাবেই সুবিধা করতে পারবে না। বাংলায় বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না।’

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, ‘‘৮ বছর ধরে এই রাজ্যের উন্নয়নের জন্য তিনি অমানসিক পরিশ্রম করে চলেছেন। উন্নয়নের সুফল বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। সবুজসাথী প্রকল্পে ২ লক্ষ ৭৩ হাজার ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে। সবুজশ্রী প্রকল্পে ১ লক্ষ ২৬ হাজার ১৩১ জন শিশুকে চারাগাছ দেওয়া হয়েছে, গ্রামীণ আবাস যোজনায় দেড় লক্ষ মানুষ বাড়ি পেয়েছেন। নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে ৬ হাজার মানুষ উপকৃত হয়েছেন। সমব্যাথী প্রকল্পে ২৭ হাজার মানুষ সুফল পেয়েছেন। ৯৯ শতাংশ কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। তাঁর কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্দিত হয়েছে। উৎকর্ষ বাংলা এবং সবুজসাথী প্রকল্প দুটি ১১০০ প্রকল্প এবং ১৯০টি দেশকে পিছনে ফেলে এগিয়ে চলেছে। আমাদের নেত্রী যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সবকটাই অক্ষরে অক্ষরে পালন করেছেন তিনি।’
