ছুটির দিন প্রচারে বেরিয়েছিলেন বোলপুরের সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোম। বোঝাতে গিয়েছিলেন তৃণমূল আর বিজেপি-র বিরুদ্ধে ভোট দিন সিপিএমকে। কিন্তু ফল হল উল্টো। ৩৪ বছরে বাম অপশাসনের অভিযোগ শুনতে হল দাঁড়িয়ে। জনতা স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আগে ঘর দোরের যা অবস্থা ছিল! বাবা! এখন তো তবু একটু ভাল আছি!’
রামচন্দ্র ডোম সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য। চলতি লোকসভা ভোটে বোলপুরের সিপিএম প্রার্থী। রবিবার ছুটির দিনে বেরিয়েছিলেন পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। কিন্তু টুলু ধামালের ঘরের সামনে যেতেই রামবাবুকে পড়তে হল প্রবল অস্বস্তিতে।
তৃণমূলকে ভোট দিলে কী কী অসুবিধা হবে সেকথাই বোঝাচ্ছিলেন রামচন্দ্র। কিন্তু তার মাঝেই টুলু বলে ওঠেন, ‘ ভোট এলেই তো আপনাদের দেখা মেলে। আগে ঘর দোরের যা অবস্থা ছিল! বাবা! এখন তো তবু একটু ভাল আছি!’ রামবাবু বেজায় অস্বস্তিতে। এক পক্ককেশ সিপিএম নেতা টুলুকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বারবার বলছেন, ‘বল টুলু বল! কবে তোর ঘর হয়েছে বল!’ টুলুও নাছোড়, ‘এই কয়েক বছরেই হয়েছে। ‘ শেষ পর্যন্ত পড়ে আসব বলে সেখান থেকে সরে পড়তে বাধ্য হন রামবাবু ও তাঁর সাঙ্গোপাঙ্গরা।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আমজনতা যে বামেদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই ঘটনা সেটাই স্পষ্ট করে দিল। এবছর বাম প্রার্থীকে তবু কথা শুনিয়ে ছেড়ে দিয়েছে। বামেদের যা অবস্থা, আগামী দিনে ভোট চাইতে গেলে মুখের ওপর দরজা বন্ধ করে দেবে।
