মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন আসন্ন লোকসভা ভোটে বাংলাতে ৪২-এ ৪২ করার। তাঁর নির্দেশ পালন করতে মন দিয়ে কাজ শুরু করেছেন। এবার তাঁর এই লক্ষ্যপূরণ করতে হাওড়ায় মহাযজ্ঞ করলেন তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকেরা।
রবিবার হাওড়া শহরের ২৬ নং ওয়ার্ডে হয়ে গেল ওই মহাযজ্ঞ। যজ্ঞস্থলে এসে তৃণমূলের হাওড়া জেলা (সদর) সভাপতি তথা সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, ‘এবারের ভোটে রাজ্যের ৪২টি আসনেই তৃণমূল প্রার্থীদের জয়ী করাতে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আমাদের বিশ্বাস, এবার এই রাজ্যে তৃণমূলের ৪২–এ ৪২টি আসনেই জয় নিশ্চিত। এদিনের বিশেষ পুজোপাঠ ও হোমযজ্ঞের মাধ্যমে আমরা সবাই মায়ের কাছে এই প্রার্থনাই করেছি। আশা করি, আমাদের সমবেত প্রার্থনা বিফলে যাবে না। আমরা ৪২–এ ৪২টি আসনেই জয়ী হব। এদিনের মহাযজ্ঞের পর আমাদের সবার মধ্যেই এই ইচ্ছাশক্তি তথা মনের জোর ছড়িয়ে পড়বে।’
তারাপীঠ থেকে ৫ জন পুরোহিত এসে গতকাল সকাল থেকে বিশেষ পুজোপাঠ ও হোমযজ্ঞ করেন। ৬০ কেজি চন্দনকাঠ ও ৪ কেজি ঘি দিয়ে পুরোহিতরা একসঙ্গে ওই যজ্ঞ করেন। এর জন্য পাশাপাশি ৫টি স্থায়ী হোমকুণ্ড বানানো হয় এখানে। যজ্ঞের সঙ্গেই এখানে মা তারা এবং বগলামুখী মায়ের পুজোও এদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং সমস্ত আচার মেনে করা হয়। পুজোর আয়োজনে কোনও খুঁত রাখেননি তৃণমূল কর্মী–সমর্থকেরা। পুজোর শেষে ফলপ্রসাদ বিতরণ করা হয়।
তৃণমূল কর্মী–সমর্থকদের বিশ্বাস, এই মহাযজ্ঞের ফলে সমস্ত অশুভ শক্তির বিনাশ হবে। শুভ শক্তির উদয় ঘটবে। আর সেই সঙ্গে এই রাজ্য থেকে তৃণমূলের ৪২ জন সাংসদ জয়ী হয়ে দিল্লিতে দেশের সংসদে পৌঁছতে পারবেন। গতকালের এই যজ্ঞে উপস্থিত ছিলেন তৃণমূলের হাওড়া জেলা (শহর) সভাপতি তথা সমবায়মন্ত্রী অরূপ রায়, তৃণমূলের হাওড়া (সদর) লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়–সহ দলের একাধিক নেতাকর্মীরা।