ক্ষমতায় এসেই বাংলাকে খোলনলচে বদলে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সম্পর্কে বলতে গেলে তিনি বারবারই এ কথা বলে থাকেন যে ‘এগিয়ে বাংলা’। তাঁর এই দাবী যে মোটেও ভ্রান্ত নয়, কেন্দ্রীয় রিপোর্টে একাধিকবার তার প্রমাণ মিলেছে। সে কৃষিক্ষেত্রেই হোক বা গ্রামোন্নয়নে। গঙ্গা সাফাই থেকে শুরু করে ১০০ দিনের কাজ, সবেতেই প্রথম মমতার রাজ্যই। তাঁর উন্নয়নের ছোঁয়ায় শিল্প, কৃষি, পর্যটন সব দিক থেকেই এখন আক্ষরিক অর্থে এগিয়ে বাংলা। আর এবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক গোটা দেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, দু’বছরেরও কম সময়ে বিদেশি বিনিয়োগের অঙ্ক ২৫ গুণ বাড়িয়ে নিয়েছে বাংলা! রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পেশ করা তথ্যের ভিত্তিতে সেই সর্বশেষ রিপোর্টে পশ্চিমবঙ্গে আসা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় ৮ হাজার ১২১ কোটি টাকা।
উল্লেখ্য, চলতি আর্থিক বছরের শুরু থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ওই অঙ্কের বিদেশি বিনিয়োগ এসেছে এ রাজ্যে। গত বছর ওই অঙ্ক ছিল ১ হাজার ৪০৯ কোটি টাকা। অর্থাৎ গত আর্থিক বছরের ১২ মাস জুড়ে যে অঙ্কের বিদেশি বিনিয়োগ এসেছিল এই রাজ্যে, চলতি বছরের ন’মাসে তার তুলনায় বিদেশি লগ্নি বেড়েছে সাড়ে পাঁচ গুণের বেশি। তার আগের বছর, অর্থাৎ ২০১৬-‘১৭ অর্থবর্ষে, রাজ্যে এফডিআই এসেছিল ৩৩২ কোটি টাকা। কেন্দ্রীয় হিসেবেই স্পষ্ট, দু’বছর আগে রাজ্যে যে বিনিয়োগ এসেছে বিদেশ থেকে, এ বছরের প্রথম ন’মাসেই সেই অঙ্ক প্রায় ২৫ গুণ বেড়েছে। শিল্প মহলের ব্যাখ্যা, ডিসেম্বর পর্যন্ত পাওয়া হিসেবেই এই সাফল্য ধরা পড়েছে। সেখানে চলতি মাসের শেষে আর্থিক বছর শেষ হলে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়তে পারে আরও বেশ খানিকটা।
শিল্পে ঢের পিছিয়ে বাংলা, বাম আমলের এমন অপবাদ এখন অনেকটাই ঘুচেছে। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বিরাবরই জোর দিয়েছেন ছোট ও মাঝারি শিল্পে। রাজ্যের তরফে অল্প পুঁজিতে শিল্পের দরজা খোলার ডাক দেওয়ার পর, ভালই সাড়া মিলেছে। বৃদ্ধি পেয়েছে কর্মসংস্থানও। ছোট শিল্পের দিক থেকে তালিকায় দেশের মধ্যে একদম ওপরের দিকেই আছে বাংলা। পাশাপাশি, বিদেশি বিনিয়োগ নিয়েও পায়ে পায়ে অনেকটা এগিয়ে গেছে বাংলা। তার প্রমাণ, দু’বছর আগে যেখানে একবারে নীচের দিকে ছিল বিদেশি বিনিয়োগের অঙ্ক, সেখানে দু’বছরের মধ্যে একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে রাজ্য। ২০১৬-‘১৭ অর্থবর্ষের ১২ মাসের পারফরম্যান্সকে এবারে প্রথম ন’মাসেই একেবারে পিছনে ফেলে দিয়েছে মমতার রাজ্য।
এখন প্রতি বছরই রাজ্য ঘটা করে শিল্প সম্মেলন করে। সেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পজগতের দেশীয় তারকারা যতটা আলোকিত করেন, বিদেশি বিনিয়োগকারী ও অতিথিদের সংখ্যাও কম থাকে না। রাজ্যের ওই বাণিজ্য সম্মেলন বিনিয়োগের দুনিয়ায় যে প্রভাব ফেলতে শুরু করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। শিল্পমহলের কথায়, কোটি কোটি টাকা খরচ করে রাজ্য দেড় দিনের জন্য যে বাৎসরিক বিজনেস সামিট করে, তাতে স্বাভাবিকভাবেই বড় অঙ্কের বিনিয়োগ বা বিনিয়োগের প্রতিশ্রুতি আসে। তবে দীর্ঘদিনের অচলায়তন সরিয়ে বাংলা যে কিছু একটা করার তাগিদ দেখাতে পারছে, এটাই সবচেয়ে বড় কথা। উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত হওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ প্রস্তাব এসেছে ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকা।