লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হবার পরই শনিবার দক্ষিনেশ্বরে পুজো দিয়ে প্রচারের ময়দানে নেমে পড়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দোপাধ্যায়। গতকাল রবিবাসরীয় প্রচারে উত্তরপাড়ার কর্মিসভায় স্বমহিমায় কল্যাণ বন্দোপাধ্যায়। রবিবার সকালে উত্তরপাড়া বলাকা ময়দানে আয়োজিত কর্মীসভায় এসে ‘মা–মাটি–মানুষের জয়’ গানের সঙ্গে তৃণমূল কর্মীদের নিয়ে দু’হাত তুলে নাচলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান শ্রী দিলীপ যাদব এবং চেয়ারম্যান ইন কাউন্সিল শ্রী সুমিত চক্রবর্তী।
গতকাল উত্তরপাড়ায় কর্মীসভা সেরে কল্যাণ বন্দোপাধ্যায় হাওড়ার জগৎবল্লভপুরে যান। । সেখানে কর্মীসভার পর কর্মীদের নির্বাচনী প্রচারের মাধ্যমে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দেন।। সেখান থেকে ফিরে রাতেই আবার রিষড়া মাড়ওয়ারি রিলিফ সোসাইটির হোলি মিলন অনুষ্ঠানে যোগ দেন ক্লান্তিহীন কল্যাণ। সেখানে গান ধরেন, ‘রং বরষে’।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি এখনও কোনও প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি। তাই ভোট প্রচারের ময়দানে তিনি প্রথম দিন থেকেই বেশ কিছুটা এগিয়ে। তাই সময় নষ্ট না করে ক্লান্তিকে পরোয়া না করে কোমর বেঁধে প্রচারের কাজ সারছেন শ্রীরামপুরের গত দু’বারের সাংসদ। বিরোধীরা মাঠে নামার আগেই বিধানসভা ভিত্তিক কর্মীসভা সেরে নিচ্ছেন তৃণমূল প্রার্থী। এরপর থেকে শুরু হবে র্যালি, জনসভা আর প্রচারের একদম শেষ পর্যায় প্রতি এলাকা ধরে চলবে প্রচার।