প্রধানমন্ত্রী নাকি শিলান্যাস ও উদ্বোধনমন্ত্রী!
গত ২৮দিনে গোটা দেশ ঘুরে প্রায় ১৫৭টি প্রকল্পের উদ্বোধন করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে পুরনো প্রকল্প নতুন করে উদ্বোধন করেছেন। এমনকী পুরসভার প্রকল্পও বাদ দেননি। একবার ভোটের তারিখ ঘোষণা হয়ে গেলে, নির্বাচনী বিধি অনুসারে সরকার আর কোনও নতুন প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। বিরোধীরা বলছে, তাই প্রকল্প উদ্বোধনে মোদীর এই তৎপরতা। আসলে কেন্দ্রের মসনদে ফের বসার জন্য বিজেপি মরিয়া হয়ে উঠেছে। তাই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই তড়িঘড়ি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে মানুষের মন জয় করতে চাইছেন মোদী।
৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত যে ১৫৭টি প্রকল্প উদ্বোধন নরেন্দ্র মোদী করেছেন, সেই তালিকায় রয়েছে সড়ক, রেল, ওষুধের দোকান, হাসপাতাল, ইস্কুল, গ্যাসের পাইপলাইন, বিমানবন্দর, জল সংযুক্তিকরণ, নিকাশি ব্যবস্থা, বিদ্যুত্ কেন্দ্রের মতো নানা প্রকল্প।
কিন্তু নিন্দুকেরা বলছেন, এর বেশীরভাগ প্রকল্পই আনকোরা নয়। আগেই উদ্বোধন করা হয়ে গিয়েছিল। সেগুলিকেই পুনরায় উদ্বোধন করেছেন মোদী। যেমন, ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের অমেঠিতে গিয়ে কালাশনিকভ রাইফেল প্ল্যান্ট উদ্বোধন করেছিলেন। কিন্তু ওই প্রকল্প ২০০৭ সালে শিলান্যাস হয়ে ২০১০ সালের পর থেকেই অস্ত্র উত্পাদনের কাজ শুরু হয়ে যায়।
পুরনো প্রকল্প পুনরায় উদ্বোধন করা ছাড়াও এমন অনেক প্রকল্প মোদী উদ্বোধন করেছেন যার শিলান্যাস আগেই করা হয়ে গিয়েছিল। ১৭ ফেব্রুয়ারি বিহারের করমালিচকে যে নিকাশি প্রকল্পের শিলান্যাস করেন মোদী। কিন্তু, সেটিও একেবারে নতুন প্রকল্প নয়। ২০১৭-র অক্টোবরেই সেই একই প্রকল্পের অঙ্গ হিসাবে কারমালিচক নিকাশি প্লান্টের শিলান্যাস করেছিলেন তিনি।
পুরনো প্রকল্প পুনরায় উদ্বোধন করা ছাড়াও, এমন অনেক প্রকল্পের সঙ্গে নরেন্দ্র মোদীর নাম জড়িয়েছে যা তাঁর পদমর্যাদার সঙ্গে খাপ খায় না। প্রায় ১৪০টির কাছাকাছি এমন প্রকল্প উদ্বোধন করেছেন যা প্রধানমন্ত্রীর পদমর্যাদার কোনও ব্যক্তিত্ব উদ্বোধন করছেন এমনটা ভাবা যায় না বলে মত অনেকের। কী সেগুলি? যেমন, চেন্নাই মেট্রোর একটি অংশের যাত্রী পরিষেবা চালু করতে ছুটে গিয়েছেন মোদী। কর্নাটকের চিকজজুর-মায়াকোন্ডা রেল লাইনের ডাবল সেকশনের উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুতে ৪ নম্বর জাতীয় সড়কে কড়াইপেট্টাই-ওয়ালাজাপেট অঞ্চলে ছয় লেনের সম্প্রসারণেও দেখা গিয়েছে মোদীকে।
অন্য দিকে, কিছু কিছু প্রকল্প তো পৌরসভার স্তরের কোনও নেতা উদ্বোধন করলেই তা বেশি যুক্তিযুক্ত হত বলে মনে করছেন অনেকে। তা সে উত্তরপ্রদেশের গা়জিয়াবাদ পুরসভার অন্তর্গত একটি গোশালা সংস্কারের শিলান্যাস হোক বা ৩৭ কিলোমিটার দীর্ঘ নিকাশি নালার উদ্বোধন – সবেতেই দেখা গিয়েছে মোদীর উপস্থিতি। প্রকল্প উদ্বোধনের এই জোয়ারে সময়াভাবে নিজে উপস্থিত না থাকতে পারলেও রিমোট কন্ট্রোলের সাহায্য তা চালু করেছেন মোদী। গত মাসে অন্তত ১৭টি প্রকল্প রিমোটের বোতাম টিপে চালু করেন তিনি।
