নয়াদিল্লি: মোদী সরকারের(Modi Govt )দমন নীতি নিয়ে বারবার বিরোধীরা সরব হন। শাসকদলের বাকরোধের চেষ্টা নিয়েও আওয়াজ তোলেন বিরোধীরা। তবে মোদীজী কিন্তু সমালোচনাকে ‘গণতন্ত্রের আত্মা’ বলে আখ্যা দেন। একটি সাক্ষাতকারে তিনি সমালোচনাকে স্বাগত জানানোর বাণী আওড়েছেন। কিন্তু বাস্তবে এই সমালোচনাকে ভরপুর দমনের চেষ্টা চালাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। বিরোধী শিবির নয়, এমনই তথ্য দিচ্ছে একটি সমীক্ষা৷ সেখানে ভারতে ‘মৌলিক অধিকার’ও খর্ব হচ্ছে বলে রিপোর্ট।
Read More:ধেয়ে আসছে কালবৈশাখী! কমলা-হলুদ সতর্কতা জারি বঙ্গে
সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বাক স্বাধীনতার মাপকাঠিতে বিশ্বের ৩৩টি দেশের মধ্যে ভারতের স্থান ২৪। অর্থাৎ বিশ্ব তালিকার শেষ দশে জায়গা পেয়েছে বৃহত্তম গণতন্ত্র। ২০২১ সালে আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের থিঙ্কট্যাঙ্ক ‘দ্য ফিউচার অফ ফ্রি স্পিচ’-এর তরফে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নাম ‘হু কেয়ারস অ্যাবাউট ফ্রি স্পিচ’। তার উপর ভিত্তি করে ২০২৪ সালের অক্টোবরে ‘ইউ গভ’ ও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার তরফে একটি সমীক্ষা চালানো হয়। সেখানেই এই রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

এই সমীক্ষায় মূলত দু’টি বিষয়ে উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। ১) বাক স্বাধীনতাকে সমর্থন করতে গিয়ে বিশ্বে কত মানুষ বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন? ২) কোন বিষয়গুলি নিয়ে জনগণকে প্রকাশ্যে আলোচনা ও সমালোচনার অনুমতি দেওয়া উচিত? এক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, হাঙ্গেরি ও ভেনেজুয়েলার মতো দেশ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902678045435351135?s=19
সমীক্ষা সূত্রে জানা গিয়েছে, ভারতে বেশ কয়েকটি বিষয় নিয়ে জনগণের মতামত জানতে চাওয়া হয়েছিল। গভর্নমেন্ট সেন্সরশিপ, অর্থাৎ সরকারের(Modi Govt)নিয়ন্ত্রণ ছাড়াই কি সংবাদ পরিবেশন, ইন্টারনেট ব্যবহার করতে পারেন মানুষজন? সরকারি নীতির সমালোচনা করে কোনও মন্তব্য কি করা যায়? এই ধরনের প্রশ্নেই ভারতের বাক স্বাধীনতার কঙ্কালসার চেহারা উঠে এসেছে।
আবার দেখা যাচ্ছে, পাকিস্তান, ফিলিপিন্স ও আফ্রিকার কিছু দেশের পাশাপাশি ভারতেও জনসংখ্যার ৭৫ শতাংশের কিছু কম মানুষ মনে করেন, সমালোচনা প্রতিরোধের জন্য সরকার ব্যবস্থা নিতেই পারে! অর্থাৎ কোথাও যেন সাধারণ মানুষ মেনে নিয়েছে, এটাই ভবিতব্য। অথবা শাসক যা করছে, সেটাই ঠিক! এহেন অন্ধ সমর্থন কাজ করছে। বিরোধীদের প্রশ্ন, এর নেপথ্যে সরকারের প্রতি আতঙ্ক কাজ করছে না তো?