প্রতিবেদন : তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবার পর থেকেই বাংলাকে আরও শিল্পবান্ধব (Industry)করে তোলার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। শিল্পক্ষেত্রে বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থানই যার মূল লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী পরিকল্পনাতেই দেশের অন্যতম শিল্পবান্ধব রাজ্য হয়ে উঠছে বাংলা। এবার সেই অন্যন্য কৃতিত্বকে মান্যতা দিল কেন্দ্রীয় রিপোর্ট। কেন্দ্রই বলছে, বিগত ১১ মাসে বাংলায় ৪০ হাজার কোটি টাকা লগ্নি এসেছে।
Read More: দোলের সকালে চলবে না মেট্রো, কখন চালু হবে পরিষেবা! জানুন সময়সূচী
সম্প্রতি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিপুল পরিমাণ লগ্নির প্রস্তাব এসেছে বাংলায়। আশার আলো ফুটেছে বাংলার অর্থনীতির আঙিনাতেও। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, বাংলায় ২০২৪ সালের প্রথম ১১ মাসে শিল্প এসেছে প্রায় ৪০ হাজার কোটি টাকার। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে (Industry)এই তালিকায় আনা হয়নি। মূলত বড় শিল্পের কথাই বলা হয়েছে এই পরিসংখ্যানে। এই রিপোর্টেই কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক মেনে নিয়েছে, বাংলার শিল্প-ভবিষ্যৎ উজ্জ্বল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899756041581232343?s=19
কেন্দ্রের প্রকাশিত বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ২০২৪-এর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলায় বিনিয়োগ এসেছে ৩৯ হাজার ১৩৩ কোটি টাকা। মোট ২৯টি সংস্থা বাংলায় এই বিনিয়োগ করেছে। বিগত চার বছরের তুলনায় এবারের লগ্নির পরিমাণ অনেকটাই বেশি। বিগত চার বছরে বাংলায় লগ্নি এসেছিল যথাক্রমে ৯ হাজার ৫৫২ কোটি, ৫ হাজার ৫৩৫ কোটি, ৪ হাজার ৫৩২ কোটি এবং ৬ হাজার ৪৮৪ কোটি টাকা। এবার লগ্নি সেই সম্মিলিত টাকারও দ্বিগুণ। তারপর আবার ৪.৪০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে।