Mamata Banerjee দেশকে পথ দেখাচ্ছে বাংলা। এবার প্রাণীজ প্রোটিন উৎপাদনের নিরিখে ভারতের বাকি রাজ্যগুলিকে পিছনে ফেলল বঙ্গ। এক্স হ্যান্ডেলে এই সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “প্রাণীজ প্রোটিন উৎপাদনে দেশের মধ্যে শীর্ষ স্থানে পশ্চিমবঙ্গ। বাংলা উত্তরপ্রদেশকে পিছনে ফেলে দিয়েছে। কেন্দ্রীয় সরকার এই তথ্য দিয়ে বাংলার প্রশংসাও করেছে। ২০২৪ সালে সর্বোচ্চ পরিমাণ মাংস উৎপাদন হয়েছে বাংলায়। গোটা দেশের ১২.৬২ শতাংশ”, উচ্ছ্বাস প্রকাশ করে এক্স হ্যান্ডলে লিখেছেন তিনি।
Read More: জল অপচয় রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের – বিচ্ছিন্ন করা হল ৯২৩টি সংযোগ
পাশাপাশি, মমতার সংযোজন, “দেশে দুগ্ধ উৎপাদনেও এগিয়ে বাংলা। দুধ উৎপাদনের গড় ৩.৭৮ শতাংশ। সেখানে বাংলায় উৎপাদন হয়েছে ৯.৭৬ শতাংশ দুধ। পোলট্রি বিভাগেও বাংলায় ডিম উৎপাদনের হার ১৮.০৭ শতাংশ। গোটা দেশের গড় হার ৩.১৮ শতাংশ। সবমিলিয়ে প্রাণীজ প্রোটিন উৎপাদনে দেশের মধ্যে রেকর্ড গড়ল বাংলা। এই সাফল্য আমাদের উদ্ভাবনী নীতি এবং কর্মসূচির প্রমাণ। এই সাফল্য আমাদের কৃষক ও উৎপাদনকারীদের শক্তির ইঙ্গিত দিচ্ছে৷”
Link: https://x.com/ekhonkhobor18/status/1868922209357775097
