Trinamool আরও একবার মুখ পুড়ল বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। তাঁর খাসতালুকেই ধরাশায়ী হল বিজেপি। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বইল সবুজ ঝড়। ১০৮টি আসনের মধ্যে ১০১টি আসন পেয়ে বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। রবিবার সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ। এই নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে এলাকা জুড়ে চলল বিজেপিআশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্ম্য। ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে চলল তাদের গুন্ডামি। নীরব দর্শকের ভূমিকায় ছিল কেন্দ্রীয় বাহিনী। কোথাও কেড়ে নেওয়া হল ভোটারদের স্লিপ, আবার কোথাও বাধা দেওয়া হল ভোটারদের। তবুও তৃণমূলের জয় আটকানো গেল না।
Read More: শুরু তৃণমূলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি – সাতদিনের জনসংযোগ কর্মসূচির পরিকল্পনা
এদিন গণনা শুরু হতেই তৃণমূলের জয়ের আভাস মিলেছিল। হেঁড়িয়া, হলদিয়া, নন্দকুমার, বেলদার সব আসনেই জয়ী হয়েছে তৃণমূল। এদিন সকাল ন’টায় শুরু হয় নির্বাচন পর্ব। বিজেপির রক্তচক্ষু উপেক্ষা করে ভোট দেন মানুষ। মহিষাদলের ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে অবৈধ ভাবে জমায়েত করে বিজেপি কর্মী-সমর্থকরা। জমায়েত সরাতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে বিজেপি। পরে পুলিশ সরিয়ে দেয় তাদের। রামনগরে ভোটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তৃণমূল সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1868557414905299049