Trinamool আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আগামী ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সাতদিনের জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে দলের তরফে। ইতিমধ্যেই ব্লকে ব্লকে কীভাবে কর্মসূচি পালন করা হবে সেই নিয়ে নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। জেলা থেকে বুথ স্তর পর্যন্ত রূপায়িত করতে হবে এই যাবতীয় কর্মসূচি। একেবারে প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি পতাকা উত্তোলন এবং মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। পাশাপাশি, সেদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির নিবিড় প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ২ জানুয়ারি থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির প্রচার আরম্ভ হবে জেলা, ব্লক, ওয়ার্ড স্তরে। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস, ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণদিবসেও পৃথক কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও তৃণমূল সরকারের যেসব জনমুখী প্রকল্প রয়েছে সেগুলি নিয়েও প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, রাজ্যের মন্ত্রী, জেলা সভাপতি, ব্লক সভাপতি, টাউন সভাপতি, বিধায়ক, সাংসদ সকলকে এই কর্মসূচিতে অংশ নিতে হবে। এই প্রচার কর্মসূচির পাশাপাশি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের ফল বিতরণ, দুঃস্থদের শীতবস্ত্র প্রদান এবং রক্তদান শিবিরের আয়োজন করার কথাও জানানো হয়েছে দলীয় সূত্রে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1867872788393893911