কোনও মানুষ নন, পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম নাকি চালাচ্ছেন স্বয়ং রামচন্দ্র! হ্যাঁ, শুনতে অবাক হলেও এমনটাই বিশ্বাস করছেন মানুষ। ঘটনাস্থল বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। আরও একবার সে রাজ্যে প্রকাশ্যে এল গৈরিকীকরণের নির্লজ্জ চিত্র। প্রতাপগড়ের দু’টি নগর পঞ্চায়েতের দুই মহিলা প্রধান নিজেদের বসার চেয়ারে রেখে দিয়েছেন ‘প্রভু রাম’-এর ছবি! আর পঞ্চায়েতের কাজকর্ম চালাচ্ছেন অন্য চেয়ারে বসে। আর এই কাজের সপক্ষে আজব যুক্তিও খাড়া করছেন তাঁরা। তাঁদের মতে, প্রভু রামই দফতরের সমস্ত কাজকর্ম চালাচ্ছেন! স্বভাবতই হতবাক সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কারবারিরা। আদতে কী রয়েছে এর নেপথ্যে? নিজেদের ব্যক্তিগত আবেগ আর বিশ্বাসর নাকি বিজেপির শীর্ষ-নেতৃত্বের চাপ? উঠছে প্রশ্ন। সংশয় উঠেছে বৈধতা নিয়েও।
প্রসঙ্গত, দুই মহিলা প্রধানের একজন গাদওয়ারা নগর পঞ্চায়েতের প্রধান সীমা সিংহ। আর দ্বিতীয়জন সদর উন্নয়ন ব্লকের প্রধান শেষা দেবী। দু’জনেই প্রকাশ্যে দাবি করছেন, “আমরা প্রভু রামের প্রতিনিধিত্ব করছি।” সীমার দাবি, রামের ভরসাতেই নাকি গত পঞ্চায়েত নির্বাচনে জয়ের মুখ দেখেছেন তিনি। সেই কারণেই ঈশ্বরের প্রতি সম্মান জানিয়ে নিজের আসন ছেড়ে দিয়েছেন রামের জন্য। অন্যদিকে শেষা দেবীর বক্তব্য, গত ৩ বছর ধরে তিনি নিজের আসন প্রভু রামকে উৎসর্গ করেছেন। ৩ বছর আগে নির্বাচনে জিতে সেই জয় তিনি উৎসর্গ করেছেন প্রভু রামকেই। যদিও এমন অদ্ভুত যুক্তি মানতে নারাজ সাধারণ মানুষ। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপ-ঠাট্টার ঝড় তুলতে শুরু করেছেন তাঁরা।