ফিরে এল ২০১৯-এর লজ্জার স্মৃতি। রাতের আঁধারে ভেঙে দেওয়া হল বিদ্যাসাগরের মূর্তি। আর এবারও অভিযোগের তির বিজেপির দিকে। ঘটনাস্থল ‘ডবল ইঞ্জিন’ মণিপুর। আগরতলা কমলপুর কলেজের সামনে মাথা থেকে ধড় আলাদা করে দেওয়া হয়েছে বিদ্যাসাগরের এই আবক্ষমূর্তিটির। বুধবার সকালে তা প্রথম দেখতে পান এলাকাবাসীরা। শুধু মূর্তি নয়, ঘিরে থাকা লোহার রেলিংও তছনছ করে দেওয়া হয়েছে। মূর্তির গায়ে একাধিক আঘাতের চিহ্ন স্পষ্ট।
স্বাভাবিকভাবেই প্রবল ক্ষুব্ধ জনতা। তাঁদের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরাই। উঠেছে নিন্দার ঝড়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও চিহ্নিত করতে ব্যর্থ পুলিশ। উল্লেখ্য, ২০১৯-এ লোকসভার ভোটের আগে কলকাতায় বিজেপির মিছিল থেকে একদল দুষ্কৃতী ভেঙে দিয়েছিল বিদ্যাসাগরের মূর্তি। অমিত শাহ’র পদযাত্রায় অংশ নিয়েছিল ওই দুষ্কৃতীরা। তাই নিয়ে তোলপাড় হয়েছিল সারা দেশ।