এবছরও প্রতিবারের মতো গঙ্গা উৎসব উদযাপন করল কলকাতা পুরসভা। গতকাল, অর্থাৎ সোমবার দুপুরে লঞ্চে চড়ে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, তারক সিং, সন্দীপন সাহা, অসীম বসু, পুর-কমিশনার ধবল জৈন-সহ অন্যরা। গঙ্গা দূষণ রোধ নিয়ে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার বার্তা দিলেন মহানাগরিক। পাশাপাশি গঙ্গা দূষণ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
এদিন পুর-কমিশনারকে নিয়ে গঙ্গার ধারে জায়গায় ভাঙনের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন ফিরহাদ। “গঙ্গাকে কিছু লোক ভ্যাট ভাবেন। কিছু সংগঠন গঙ্গা দূষণ নিয়ে কাজ করছে। তবে এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা গঙ্গা দূষণ নিয়ে সচেতন নই। বাংলায় আমরা ধন্য যে আমাদের কাছে গঙ্গা আছে। তবে সেই গঙ্গাকে আমরাই দূষিত করে দিচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী চান গঙ্গাকে নিয়ে মানুষ আরও সচেতন হোক। গঙ্গায় ড্রেজিংয়ের দরকার আছে। এসটিপি তৈরি করে গঙ্গাকে পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এগিয়ে আসা উচিত। কিন্তু কেন্দ্র কোনওরকম সাহায্য করছে না”, স্পষ্ট জানান তিনি।