আগাণী নভেম্বরের মধ্যেই শস্যবিমায় নথিভুক্ত করতে হবে নাম। গতকাল, বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে স্পষ্টতই তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। আলাপন বলেন, বাংলার শস্যবিমার টাকা পেতে কৃষকরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করুন। একজন ক্ষতিগ্রস্ত কৃষকও যাতে বাদ না যান তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। যে কারণে বাড়ানো হল সময়সীমা।
পাশাপাশি, এদিন বাংলার বাড়ি তৈরি নিয়ে আলাপন বলেন, এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁরা প্রত্যেকেই টাকা পাবেন। শুধু দেখে নেওয়া হচ্ছে এই তালিকায় নথিভুক্ত প্রাপকরা স্থানান্তরিত হয়েছেন কি না অথবা তাঁরা কেউ কোনওভাবে পাকা বাড়ি বানিয়ে ফেলেছেন কি না। যোগ্যতা মান যাঁরা পূর্ণ করেছেন তাঁরা প্রত্যেকেই বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন। তাঁর সংযোজন, এই যোজনায় কেন্দ্র সরকারের ৬০% এবং রাজ্য সরকারের ৪০ শতাংশ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের প্রতিশ্রুতিমতো টাকা দেয়নি। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এক লক্ষ কুড়ি হাজার টাকার পুরোটাই নিজের কোষাগার থেকে দেবে রাজ্য সরকার।