অবশেষে আছড়ে পড়ল ‘ডানা’। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে উড়িষ্যার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে এই ঝড়ের ল্যান্ডফল হল। ল্যান্ডফলের সময় গতিবেগ ছিল ১২০ কিমি প্রতি ঘণ্টা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত পুরী থেকে সাগরদ্বীপ। উত্তর-পশ্চিম বঙ্গোসাগরে তীব্র ঘূর্ণিঝড় ডানার ঘূর্ণায়মান সর্বোচ্চ গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে মধ্যরাতের আগে স্থলভাগের কাছাকাছি এসে এর গতিবেগ কমে হয় সর্বোচ্চ ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা হাওড়া, হুগলি, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
পাশাপাশি, কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ ছিল ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিবেগে দুই ২৪ পরগনার উপর দিয়ে ঝড় বয়েছে। ১-২ মিটার জলোচ্ছ্বাসের সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে। ০.৫-১ মিটার জলোচ্ছ্বাসের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। কাঁচা বাড়ি, বিপজ্জনক বাড়ি, কাঁচা রাস্তা, শস্যের ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। প্লাবিত হয়েছে নিচু এলাকা। একাধিক জায়গায় গাছ উপড়ে গিয়েছে।সেগুলি দ্রুত সরানোর ব্যবস্থা শুরু হয়েছে প্রশাসনের তরফে।