দুষ্কৃতী ও অপরাধীদের ক্রমাগত প্রশ্রয় ও আশ্রয় দেবার অভিযোগে বারবার বিদ্ধ হয়েছে বিজেপি। এবার ফের ফুটে উঠল সেই চিত্র। যার জেরে বিধানসভা নির্বাচনের আগে প্রবল বিপাকে মহারাষ্ট্রের বিজেপি-নেতৃত্ব। প্রসঙ্গত, অপরাধের শিরোনামে বারবার উঠে আসছে মহারাষ্ট্রের নাম। সম্প্রতি বেঙ্গালুরুতে টাকার বিনিময়ে বিজেপির টিকিট দেওয়ার প্রতারণায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর ভাই আশ্রয় নিয়েছিলেন মহারাষ্ট্রের কোলাপুরে। অন্যদিকে কর্ণাটকের সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্তকেও এবার সাদরে দলে গ্রহণ করল মহারাষ্ট্রের শিন্ডেসেনা শিবির। অপরাধীর শাস্তি তো দূরের কথা, দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা এই হত্যা মামলার অভিযুক্ত এবার হতে চলেছেন এনডিএ জোটের ভোট প্রচারের মুখ।
প্রসঙ্গত, রবিবারই গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্ত শ্রীকান্ত পানঘরকরকে দলে যোগদান করাল শিন্ডে শিবির। এদিন আনুষ্ঠানিক যোগদানের পরে পানঘরকরের দাবি, তিনি শিবসেনাতেই ছিলেন। ১৯৯৯ সাল থেকে তিনি শাখা প্রমুখের দায়িত্ব সামলেছেন। তবে দুটি খুন ও অস্ত্র মামলায় অভিযুক্ত হওয়ার কারণে রাজনীতি থেকে সরে গিয়েছিলেন। তাঁকে দলে যোগদান করানোর জন্যই মহাসমারোহে বিজেপির জোটসঙ্গী শিবির থেকে সম্প্রতি সংবর্ধনার আয়োজন করা হয়েছিল, তাও এদিন পরিষ্কার হয়ে গেল।