বিপাকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এবার নির্বাচনী বন্ড-সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল আদালত। আর এর প্রেক্ষিতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ইস্তফার দাবি করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বেঙ্গালুরুর একটি আদালতে ‘জনাধিকার সংঘর্ষ সংগঠন’-এর তরফে আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি নির্মলার বিরুদ্ধে অভিযোগ করেন। এর প্রেক্ষিতেই শনিবার এই নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগেই নির্বাচনী বন্ড নিয়ে অভিযোগ তোলে বিরোধীরা। প্রকল্পকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ১৫ ফেব্রুয়ারি প্রকল্প খারিজ করে সুপ্রিম কোর্ট।
পাশাপাশি, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও নির্বাচন কমিশনকে বন্ড কেনাবেচার সব তথ্য প্রকাশ করতে নির্দেশ দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। রায়ে নির্বাচনী বন্ড ব্যবস্থাকে ‘কুইড প্রো কুয়ো’ বলে মন্তব্য করে শীর্ষ আদালত। যার অর্থ হল কোনও কিছুর বিনিময়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার বন্দোবস্ত। সেই ভাবেই দেখানো হয় নির্বাচনী বন্ডকেও। এদিন আদালতে আদর্শ আইয়ার অভিযোগ করেন, শীর্ষ আদালতের বলা ‘সুবিধা’ আদতে ‘তোলাবাজি’। সেই কারণেই নির্মলা-সহ কয়েকজনের বিরুদ্ধে বিশেষ জনপ্রতিনিধি আদালতের অভিযোগ দায়ের করেন আদর্শ। দুর্নীতি প্রতিরোধ আইনের ১৭(এ) ধারায় নির্মলা ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর রুজু করে তিনমাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। আদালতের নির্দেশের পরেই নির্মলার ইস্তফার দাবি করেন সিদ্দারামাইয়া।