ফের বড়সড় বিতর্কের কেন্দ্রে মধ্যপ্রদেশের ‘ডবল ইঞ্জিন’ সরকার। বিগত করোনা অতিমারীকালে মধ্যপ্রদেশে বাবা-মাকে হারিয়ে অনাথ হয় হাজার হাজার শিশু। এই পরিস্থিতিতে তাদের ভরসা ছিল রাজ্য সরকারের দেওয়া মাসিক আর্থিক সাহায্য। কিন্তু বর্তমানে অনেকেই আর কোনওরকম সরকারি সাহায্য পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এর জেরে আবারও প্রশ্নের মুখে বিজেপিশাসিত মধ্যপ্রদেশ। সে রাজ্যে করোনায় অভিভাবকহীন হয়েছে মোট ৯ হাজার ৪১ শিশু। শুধু ভোপালেই এই সংখ্যাটা ১ হাজার ৬৬২। ২০২১ সালের মে মাসে তাদের মাসিক ৫,০০০ টাকা ও বিনামূল্যে পড়াশোনা করার সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কিন্তু বর্তমানে অনেকেই পাচ্ছে না টাকা, অভিযোগ এমনই।
আসা যাক কোভিডে বাবা-মাকে হারানো ভাই-বোন বনিশা ও বিবান পাঠক নামে দুই ভাইবোন। শুরুতে মুখ্যমন্ত্রী বাল আশীর্বাদ যোজনায় মাসিক ৫,০০০ টাকা দেওয়া হত তাদের। কিন্তু বিগত প্রায় দেড় বছর ধরে আর টাকা পাচ্ছে না তারা। একই অভিযোগ তুলেছে আরও অনেকেই। অর্থের অভাবে আবার স্কুল ছেড়ে কাজে যোগ দিতে বাধ্য হয়েছে কয়েকজন শিশু।