মোদী-জমানায় ক্রমশই বেআব্রু হয়ে উঠেছে রেলের অব্যবস্থার চিত্র। একদিকে লাগাতার টেন দুর্ঘটনা রয়েছেই। এবার সেই তালিকায় যোগ হল আর এক আর এক অকর্মণ্যতার উদাহরণ। চলতে চলতে বেমালুম পথ ভুলল কলকাতা-অমৃতসর-গামী দুর্গিয়ানা এক্সপ্রেস ট্রেন! এক-আধ মিনিট নয়, পাক্কা ৩০ মিনিটেরও বেশি ভুল পথে চলার পর নাকোদর স্টেশনে পৌঁছে হুঁশ ফেরে চালকের। আসলে ট্রেনটি জলন্ধরের কাছে গিয়ে অমৃতসরের ট্র্যাক না ধরে অন্য রুটে চলে যায়। আধ ঘণ্টা এইভাবে চলার পর চালক ভুল বুঝতে পেরে নাকোদর স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেন। স্বাভাবিকভাবেই শুরু হয় হইচই।
এর বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ ট্রেনযাত্রীরা। ট্রেনটি মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে অমৃতসরের পথে রওনা হয়েছিল। এই ঘটনার পর আলাদা ইঞ্জিন এনে ট্রেনটিকে অমৃতসরের দিকে নিয়ে যাওয়া হয়। এভাবে ভুল পথে চলে যাওয়ায় ফের বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন এই ট্রেনের যাত্রীরা। চালক ভুল করলেও একটি ট্রেন আধ ঘণ্টা ভুল ট্র্যাকে তীব্র গতিতে ছুটছে কীভাবে? উঠছে প্রশ্ন। সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্টেশনের স্টেশন মাস্টার, কন্ট্রোল রুম, সিগন্যালের কর্মীরা কেন এই ধরতে পারলেন না, তা নিয়ে সরব হয়েছেন অনেকেই।