মোদী-জমানায় কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রেল ও দুর্ঘটনা! গত কয়েক বছরে একাধিক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। বারবার বেআব্রু হয়েছে রেলের অব্যবস্থার চিত্র। ২০২৩ সালে বাহানগায় করমণ্ডল এক্সপ্রেস, চলতি বছরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেস ও অতিসম্প্রতি হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনার বিভীষিকার এখনও দগদগে দেশবাসীর মনে। এর রেশ কাটতে না কাটতেই
ফের পরপর আসছে দুর্ঘটনার খবর। এবার উত্তর প্রদেশের মথুরায় লাইনচ্যুত হয় মালগাড়ির ২০টি কামরা। নিমেষের মধ্যেই রেললাইন থেকে ছিটকে যায় পণ্যবাহী ট্রেনটি। সাধারণ যাত্রীবাহী ট্রেন হলে ফের একটা বড় ক্ষয়ক্ষতি হতে পারত। মালগাড়ির কামরা লাইন থেকে এদিন ছিটকে পড়ায় বন্ধ রয়েছে তিনটি আপ-ডাউন ট্র্যাক। স্বাভাবিকভাবেই তার ফলে দেরিতে চলছে বহু ট্রেন।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে বুধবার রাত ১১টা নাগাদ আগ্রা থেকে দিল্লিগামী রুটে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। ট্রেনটি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল। মথুরার বৃন্দাবন রোডের কাছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। রেল সূত্রে খবর, কমপক্ষে ২০টি কামরা লাইনচ্যুত হয়। গত রাতের এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে মালগাড়িতে কয়লা ভর্তি করা ছিল এবং সেগুলি ট্র্যাকের উপরে ছড়িয়ে পড়ে। মালগাড়ির কামরার ধাক্কায় বেশ কয়েকটি পিলারও ভেঙে পড়েছে। আপ-ডাউন ট্র্যাকে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আগ্রা, দিল্লী এবং গোয়ালিয়রগামী কমপক্ষে ১৫টি ট্রেন দেরিতে চলছে। নিয়মিত এই রেল দুর্ঘটনার ফলে চরম ভোগান্তির সম্মুখীন যাত্রীরা। প্রশ্নের মুখে পড়েছে মোদীর রেলমন্ত্রক।