দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে দ্বিতীয়বারের জন্য পদযাত্রায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ বিরাটির বনিকপুর মোড় থেকে পদযাত্রা শুরু হয় পদযাত্রা। বিভিন্ন পথ পরিক্রমা করে বিমানবন্দর আড়াইর নম্বর গেটে গিয়ে শেষ হয়।
এই নিয়ে মুখ্যমন্ত্রী এই লোকসভা কেন্দ্রে তিনটি সমাবেশ এবং দুটি পদযাত্রায় অংশ নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন স্থানীয় বিধায়ক তথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী সুজিত বসু-সহ উত্তর দমদম নিউ ব্যারাকপুর দমদম দক্ষিণ দমদম রাজারহাট গোপালপুরের তৃণমূল নেতৃত্ব।
রাস্তার দুধারে জনজোয়ার। মমতাকে কাছ থেকে দেখতে উপচে পড়ছে ভিড়। বিরাটির রাস্তা ধরে এগিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। মিছিলে রয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, ব্রাত্য বসু, বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ শ্যাম, পৌরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস।
মহাজাতি সামনে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন এক মহিলা। বলাই বাহুল্য, এদিন রাস্তায় মমতাকে দেখতে সাধারণ মহিলাদের ভিড় চোখে পড়ার মতো।