মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। প্রতিবাদে সোচ্চার তৃণমূল। নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে তৃণমূল। সাংবাদিক বৈঠক করে সেকথা জানালেন নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।
প্রসঙ্গত, তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত লাখ টাকায় বিক্রি হও? তোমার দাম ১০ লাখ টাকা কেন?” এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসাধনী নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। প্রকাশ্যে এই মন্তব্য নিয়ে রাজনৈতিক জলঘোলা তৈরি হয়।
শশী পাঁজা সাংবাদিক বৈঠক করে বলেন, “রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। তিনি একজন মহিলা সম্পর্কে যেটা বলেছেন, সেটা অত্যন্ত যৌনবাদী মন্তব্য। এর মাধ্যমে তিনি তাঁর চরিত্র, তাঁর DNA এর পরিচয় দিয়েছেন। এটা অত্যন্ত অবমাননাকর। ভদ্রতার সমস্ত সীমাকে পেরিয়ে গিয়েছে।” অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “একজন প্রাক্তন বিচারপতির এই ভাষা হতে পারে! তিনি বঙ্গ সন্তান পরিচয় দিচ্ছেন, তাতে আমরা বাংলার মানুষ নিজেরাই অপমানিত। ”
শশী পাঁজা জানান, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যাওয়া হয়েছিল। অভিযোগ জানানো হয়েছে। শশীর কথায়, “কমিশন কী শাস্তি দেয়, সেটা দেখার। তবে এরকম প্রার্থীর তো প্রার্থীপদই বাতিল হওয়া উচিত।”