বাংলা নববর্ষের প্রথম প্রচারসভা করতে কোচবিহারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের রাসমেলার মাঠে তাঁর জনসভা ছিল। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া সমর্থনে প্রচার করলেন মুখ্যমন্ত্রী। এর আগেও কোচবিহারে সভা করেছেন তিনি। কয়েক দিন আগে ওই জেলায় সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মমতার পাশাপাশি কোচবিহারে সভা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। আগামী ১৯ এপ্রিল প্রথম দফাতেই ভোটগ্রহণ হবে কোচবিহারে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর হানা হয় রবিবার। তা নিয়ে সোমবার কোচবিহারের সভা থেকে কটাক্ষ করেন মমতা। বলেন, ‘‘অভিষেকের একটা বৈঠক ছিল। ওর কপ্টারে আয়কর চলে গিয়েছে। সেখানে নাকি সোনা আর টাকা আছে। আমরা ও সব নিয়ে ঘুরি না। ওটা বিজেপি করে। আমাদের কিছু প্রয়োজন হলে মায়ের কাছে আঁচল পেতে দাঁড়াব।’’
‘আয়ুষ্মান ভারত’ নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মমতা। বলেন, ‘‘আয়ুষ্মান ভারত’ কেন করব? ওই প্রকল্পে কেউ চাকরি করলে, স্কুটার চালালে টাকা পাবেন না। কাটছাঁট করে মাত্র এক কোটি লোক পেতেন। বাকি ১০ কোটি পেতেন না। আমরা দেখি না কার সাইকেল আছে , কার মোটর আছে।’’
কোচবিহারে গিয়ে রামনবমীর দিন হিংসার সম্ভাবনা নিয়ে সতর্ক করলেন মমতা। বলেন, ‘‘এখানকার বিজেপি প্রার্থী গুন্ডাদের মাফিয়া। আগের বারের শীতলখুচির মতো আবার গুলি চালিয়ে দেবে। ১৭ তারিখ ওদের হিংসা করার দিন। সকলকে বলছি, গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাকে ডাকবেন। প্ররোচনায় পা দেবেন না। ওরা হিংসা চায়। ভোট চায় না।’’