মোদী জমানায় বারবারই কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির সমালোচনায় সরব হয়েছেন তিনি। এবার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানে মোদী সরকারের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধেও সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
রামমন্দির ও সিএএ নিয়ে লোকসভা নির্বাচনে বিজেপির ধর্মীয় মেরুকরণ প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ দেশের ধর্মনিরপেক্ষ শিকড় এবং বহুত্ববাদী সাংস্কৃতিক প্রকৃতিকে ধ্বংস করবে। নোবেলজয়ীর বক্তব্য, ‘ভারত একটি ধর্মনিরপেক্ষ সংবিধান-সহ একটি ধর্মনিরপেক্ষ দেশ, তবে শুধুমাত্র হিন্দু পরিচয়ের উপর ফোকাস করা বেশিরভাগ হিন্দুদের পক্ষে সহজ হতে পারে, তবে এটি ভারতের ধর্মনিরপেক্ষ শিকড় এবং বহুসাংস্কৃতিক প্রকৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।
তিনি বলেন, ভারতীয় সংবিধান পরিবর্তন করা সরকারের শ্রেণি অগ্রাধিকার এবং এর একক-ধর্মের ফোকাসের সঙ্গে এটিকে এক সারিতে ফেলতে পারে, তবে এতে ভারতের সাধারণ মানুষের কোনও উপকার হবে না। অমর্ত্য এও বলেন, ‘ভারতের শাসকদল কেবলমাত্র ধনীদের কথাই শোনে। তাদেরই গুরুত্ব দেয়। অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত, ন্যূনতম চিকিৎসাটুকু পায় না যারা, লিঙ্গ বৈষম্যে যারা জর্জরিত সেই গরিবদের পাত্তা দেওয়া হয় না। তাদের কোনও উন্নয়ন হয় না।’