বাংলার নববর্ষের আগমনলগ্নেই রাজ্যবাসীকে খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বহুদিন ধরেই কাজ চলছে কালীঘাট স্কাইওয়াকের। শনিবার কালীঘাটে পুজো দিয়ে বেরিয়ে স্কাইওয়াকের কাজ শেষের সময়সীমা জানালেন মমতা। জানালেন, আগামী আগস্টের মধ্যেই শেষ হবে কাজ। প্রতিবছরই পয়লা বৈশাখের আগের সন্ধ্যায় কালীঘাটে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তিনি যাবেন, তা আগেই জানিয়েছিলেন। সেই কারণেই নকুলেশ্বর ও কালীঘাট মন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে। এদিন ঘড়ির কাঁটায় সন্ধে ৭ টা নাগাদ প্রথমে পরিবারের সদস্যদের নিয়ে নকুলেশ্বর মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন ফিরহাদ হাকিমও। পুজো দেন, আরতি করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি চলে যান কালীঘাটে।
এদিন কালীঘাট মন্দিরে গর্ভগৃহে পুজো দেন মুখ্যমন্ত্রী। উৎসর্গ করেন বেনারসি শাড়ি। পুজো দেওয়ার পর মন্দির চত্বর ঘুরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “এই যে কালীমন্দিরের কাজ চলছে, কুন্ডুপুকুর থেকে শুরু করে পুরোটাই হচ্ছে। মন্দিরের ভিতরেও কাজ হচ্ছে। এছাড়া স্কাইওয়াকের কাজও চলছে। আগস্টে শেষ হয়ে যাবে।” কালীঘাট মন্দির সজ্জা নিয়ে এদিন মমতা বলেন, “মুকেশরা মন্দিরের চূড়াটা করে করেছে। আমরা সংস্কারের কাজ করছি। প্রায় ২০০ কোটি টাকা আমাদেরও খরচ হয়েছে।” এদিন সাংবাদিকদের সুখবর জানানোর পর সকলকে নববর্ষের শুভেচ্ছাও জানান মমতা।