এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের (সম্ভাব্য) হার বেড়ে গেল। এবিপি নিউজ এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, গত মার্চের তুলনায় পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার (সম্ভাব্য) দু’শতাংশ হার বেড়েছে। একইভাবে এক মাসে বামেদের প্রাপ্ত ভোটের (সম্ভাব্য) হার বেড়েছে। বামেদের প্রাপ্ত ভোটের (সম্ভাব্য) হার বেড়েছে এক শতাংশ। সার্বিকভাবে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূলকে যথেষ্ট বেগ দিতে পারে বলে ওই সমীক্ষায় জানানো হয়েছে।
এবিপি নিউজ এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এপ্রিলেই পশ্চিমবঙ্গের সব লোকসভা কেন্দ্রে ভোট হলে তৃণমূলের প্রাপ্ত ভোটের (সম্ভাব্য) হার হতে পারে ৪৪ শতাংশ। বিজেপির ঝুলিতে ৪১ শতাংশ ভোট যেতে পারে। বামেরা পেতে পারে ছয় শতাংশ ভোট। কংগ্রেস সাত শতাংশ ভোট পেতে পারে। আর অন্যান্যদের প্রাপ্ত ভোটের (সম্ভাব্য) হার ভোট হতে পারে দুই শতাংশ।
উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ১৬.৮৪ শতাংশ। যা ২০১৯ সালে বেড়ে হয়েছিল ৪০.২৫ শতাংশ। অর্থাৎ লাফিয়ে বেড়েছিল বিজেপির প্রাপ্ত ভোটের হার। অন্যদিকে, ২০১৯ সালের লোকসভা ভোটে ৪৩.২৬ শতাংশ ভোট পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাম এবং কংগ্রেসের হাল তথৈবচ ছিল। তৃণমূল ২২টি আসনে জিতেছিল। ১৮টি আসন পেয়েছিল বিজেপি। দুটি আসনে জিতেছিল কংগ্রেস। কোনও আসনে জিততে পারেনি বামেরা।