বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মধ্যযুগীয় বর্বরতা! সেখানের উজ্জয়িনীতে জোর করে প্রস্রাব পান, জুতো চাটতে বাধ্য করা হল এক ব্যক্তিকে! জানা গিয়েছে, ওই ব্যক্তি একজন বিবাহিত মহিলার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। আর এর ‘শাস্তি’ দিতেই এমন অমানবিক অত্যাচার করা হয় তাঁর ওপর।
জানা গিয়েছে, ওই ব্যক্তিকে প্রথমে মারধর করা হয়। পরে জোর করে প্রস্রাব পান করানো হয় এবং জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। ঘটনার কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। একটিতে, ব্যক্তিটিকে জুতোর মালা পরা অবস্থায় দেখা গিয়েছে। সেখানে তাঁকে একটি বোতল থেকে প্রস্রাব বলে মনে করা তরল পান করতে দেখা যায়। সেই সময় আশেপাশের লোকেরা ওই ব্যক্তির উপর চিৎকার করে এবং তাঁকে এটি খেতে বাধ্য করে। যে মহিলার সঙ্গে সে পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ তাঁকেও মারধর করতে দেখা গিয়েছে।
অন্য একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, লোকটি তাঁর হাতে থাকা একটি চটি চাটছে। এবং তাঁকে বাধ্য করা হচ্ছে তাঁর মাথায় আরকেটি চটি যাতে সে রাখে। শুধু তাই নয়, ভিডিয়োতে এ-ও দেখা যায় যে, ব্যক্তিটির অর্ধেক গোঁফ এবং চুল কেটে দেওয়া হয়েছে। ভিডিও দুটির সত্যতা যাচাই করেনি এখন খবর।