গতকালই কলকাতার গার্ডেনরিচের ভেঙে পড়া বহুতলে উদ্ধারকাজ শেষ করেছে এনডিআরএফ। এখনও পর্যন্ত ওই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। এরই মধ্যে বুধবার গভীর রাতে দিল্লির কবীরনগরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি! ওই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, নিহতরা পেশায় শ্রমিক।
দিল্লি ইস্টের ডিসিপি জয় তিরকে বলেন, গতকাল রাত সোয়া দুটে নাগাদ একচি ফোন আসে। বলা হয় কবীরনগরে একটি বাড়ি ভেঙে পড়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে যায় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের মধ্যে ৩ জন শ্রমিক চাপা পড়ে গিয়েছিলেন। তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম আরশাদ (৩০) ও তৌহিদ(২০)। দিল্লির জিটিবি হাসপাতালে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। রেহান নামে বছর বাইশের এক তরুণের অবস্থা আশঙ্কাজনক।