গত শনিবারই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তারপর থেকেই দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে নির্বাচনের আদর্শ আচরণ বিধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে এবার অভিযোগ তুলল তৃণমূল। এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটে একটি নির্বাচনী সমাবেশে যান মোদী। তৃণমূলের অভিযোগ, মোদী ওই সমাবেশে গিয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে। আর তা নিয়েই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের তরফে এই অভিযোগ জানিয়েছেন দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের প্রচারের জন্য সরকারি পরিবহণ, যন্ত্র বা নিরাপত্তারক্ষী ব্যবহার করা যাবে না। তাই তৃণমূলের দাবি, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন মোদী। তাদের দাবি, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সময় নির্বাচন কমিশন জানিয়েছিল, আসন্ন লোকসভা ভোটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী প্রচারের জন্য বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করার জন্য নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেবে, প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল।
তৃণমূল দাবি করেছে, যদি বিজেপি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ভাড়াও নিয়ে থাকে, তা হলে তা কেন নেওয়া হয়েছে— তার উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। কেন নির্বাচনী প্রচারের জন্য একই রকম নিরাপত্তাব্যবস্থা থাকা অন্য হেলিকপ্টার ব্যবহার করা হল না, সেই প্রশ্নও তুলেছে তৃণমূল। তৃণমূল যে মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, সেই বিষয়টি ‘এক্স (সাবেক টুইটার)’ হ্যান্ডলে জানিয়েছেন সাকেত। মোদীর সঙ্গে ভারতীয় বায়ুসেনার একটি ছবিও পোস্ট করেছেন তৃণমূল সাংসদ।
সাকেত লিখেছেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটে একটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার জন্য ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেন মোদী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রচারের জন্য সরকারি পরিবহণ ব্যবহার করা যায় না।… দেখা যাক নির্বাচনী প্রচারে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করার জন্য নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তদন্ত শুরু করে কি না বা কোনও ব্যবস্থা গ্রহণ করে কি না।’