লোকসভা ভোটের দিন ঘোষণা করা হয়েছে। এসবের মধ্য়ে বিজেপিকে নিশানা করে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি জানিয়েছেন, শাসক বিজেপি আওয়াজ অনেক করছে। কিন্তু সংবিধানে উল্লেখযোগ্য বদল করার সাহস তাদের নেই। তাঁর দাবি, দেশের মানুষের সমর্থন তাঁদের সঙ্গে রয়েছে।
রাহুল গান্ধী বলেন, বিজেপি অনেক কথা বলছে, কিন্তু সংবিধানকে তাৎপর্যপূর্ণ বদলের সাহস তাদের নেই। আমাদের পাশে সাধারণ মানুষ রয়েছেন। এদিকে বিজেপি এমপি অনন্ত কুমার হেগড়ে সম্প্রতি জানিয়েছিলেন, পার্লামেন্টের দুই কক্ষেই তাদের দলের দুই তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা দরকার । সংবিধানের পরিবর্তনের জন্য় এটা দরকার ছিল।
শনিবার কংগ্রেস এমপি রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা শেষ করেছিলেন। ৬৩দিন ধরে চলেছে এই যাত্রা। মধ্য় মুম্বইতে বিআর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। গত ১৪ জানুয়ারি এই যাত্রা শুরু হয়েছিল। আর শনিবার শেষ হল এই যাত্রা। দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছিল এই যাত্রা।