ক্ষমতায় আসার পর থেকেই বারবার দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দলগুলিকে পরিবারতন্ত্র ইস্যুতে তোপ দেগেছে মোদী সরকার তথা বিজেপি। কার্যত পরিবারতন্ত্রের খোঁচা দিয়েই ক্ষমতায় এসেছিলেন মোদী। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে, বিজেপির অন্দরে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে পরিবারতন্ত্র। দল, সংগঠন, মন্ত্রিসভা, জনপ্রতিনিধি থেকে নেতা, বিজেপির প্রতিটি স্তরেই রয়েছে পরিবারতন্ত্রের মূল। আসন্ন লোকসভা নির্বাচনেও পরিবারতন্ত্র থেকে বেরোতে পারেনি বিজেপি। বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, নির্বাচনে লড়ার টিকিট পেয়েছেন গেরুয়া নেতাদের ছেলে, মেয়ে, জামাই, পুত্রবধূ এবং বিভিন্ন আত্মীয়রা। এক নজরে দেখে নেওয়া যাক সেই তাঁদের নাম :
১) প্রেম কুমার ধুমাল (প্রাক্তন মুখ্যমন্ত্রী- হি. প্ৰ.), অনুরাগ ঠাকুর (ক্রীড়া মন্ত্রী) (পিতা – পুত্র )।
২) বিএস ইয়েদুরাপ্পা (প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্ণাটক), বি ওয়াই রাঘবেন্দ্র (সাংসদ) (পিতা – পুত্র )।
৩) আর কে ভিখে পাতিল (মন্ত্রী), সুজয় ভিখে (সাংসদ) (পিতা – পুত্র )।
৪) বেদ প্রকাশ গোয়েল (প্রাক্তন বিজেপি কোষাধ্যক্ষ), পীযূষ গোয়েল (বাণিজ্যমন্ত্রী) (পিতা – পুত্র )।
৫) অর্জুন তুলসীরাম পাওয়ার (প্রাক্তন মন্ত্রী), ভারতী পাওয়ার (কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী) (শ্বশুর – বৌমা)।
৬) একনাথ খাড়সে (প্রাক্তন মন্ত্রী), রক্ষা খাড়সে (সাংসদ) (শ্বশুর- বৌমা)।
৭) গোপীনাথ মুন্ডে (প্রাক্তন মন্ত্রী), পঙ্কজা মুন্ডে (প্রথম বার প্রার্থী)- (পিতা -কন্যা)।
৮) রতন লাল কাটারিয়া (প্রাক্তন মন্ত্রী), বান্টো কাটারিয়া (প্রথম বার প্রার্থী)- (স্বামী- স্ত্রী)।
৯) সঞ্জয় ধোত্রে (সাংসদ), অনুপ ধোত্রে (প্রথম বার প্রার্থী) (পিতা – পুত্র )।
১০) মোহন ভাই ডেলকর (সাংসদ), কোলাবেন ডেলকর (সাংসদ) (স্বামী- স্ত্রী)।
১১) তুকারাম শ্রাঙ্গারে (প্রাক্তন সাংসদ), সুধাকর শ্রাঙ্গারে (সাংসদ) (পিতা – পুত্র )।
১২) বিজয় কুমার কৃষ্ণরাও গাভিট (বিধায়ক), হিনা গাভিট (সাংসদ) (পিতা -কন্যা)।
১৩) এল এ রবি সুব্রামন্য (বিধায়ক), তেজস্বী সূর্য (সাংসদ) (কাকা- ভাইপো)।
১৪) বিক্রম কিশোর দেব বর্মন (ত্রিপুরা-র শেষ রাজা), কৃতি সিংহ দেব বর্মা (প্রথম বার প্রার্থী) (পিতা -কন্যা)।