ফের ধাক্কা খেল বিজেপি। সেটাও আবার লোকসভা ভোটের মুখে। রাজস্থানের চুরুর এমপি রাহুল কাসোয়ান সোমবার বিজেপি ত্য়াগ করে কংগ্রেসে যোগ দেন। দিল্লিতে তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন। এদিকে এবার কাসোয়ান টিকিট পাননি। তারপরই তিনি কংগ্রেসে যোগ দেন বলে মনে করা হচ্ছে। তিনি কংগ্রেসে যোগ দেওয়ার পরে জানিয়ে দেন, দলে আমার কথা ঠিক মতো করে শোনা হত না।
খাড়গে বলেন, আমি রাহুল কাসোয়ানজিকে স্বাগত জানাচ্ছি। কংগ্রেসে তাঁকে স্বাগত জানিয়েছি। তিনি বিজেপির জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি কৃষক ইস্যুতে পাশে ছিলেন। তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। যদি এমন আদর্শবান মানুষরা কংগ্রেসে যোগ দেন তবে কংগ্রেসের শক্তি আরও বাড়বে।
তিনি বলেন, আমরা রাহুল কাসোয়ানের মতো মানুষদের আরও বেশি করে কংগ্রেসে চাই। ভোটের মুখে কংগ্রেসে যোগ দিলেন রাহুল কাসোয়ান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানালেন, আমার গোটা পরিবার সততার সঙ্গে কাজ করে চলে। কিন্তু একটা সময় এল যখন বুঝতে পারলাম আমাদের কথা শুনতে চায় না দল।
তিনি বলেন, আমি যদি কৃষক ভাইদের কথা বলতে না পারি তবে আমার দমবন্ধ হয়ে যাবে। রাজস্থানের পিসিসি প্রধান গোবিন্দ সিং দোতাসরা জানিয়েছেন, খাড়গের উপস্থিতিতে রাহুল কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি দলকে আরও শক্তিশালী করবেন।